জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে পতাকা মিছিল ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০১, ২০২২
০৮:০৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২২
০৮:০৩ পূর্বাহ্ন



জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে পতাকা মিছিল ও আলোচনা সভা

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা ও মহানগর জাসদের উদ্যোগে এসব কর্মসূচি আয়োজন করা হয়।

এর আগে, বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। বিকেল সাড়ে ৩টায় লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।

জাসদ সিলেট জেলার সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, জেলা জাসদের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, প্রতিষ্ঠাতা সদস্য জাসদ শামীম আখতার, কেন্দ্রীয় উপদেষ্টামÐলীর সদস্য মজির উদ্দিন আনসার, জেলা সহসভাপতি সৈয়দ আনসার আলী, মহি উদ্দিন আহমদ, আব্দুদ দাইয়ান, সাদিকুর রহমান, মহানগর জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, জেলা জাসদ নেতা আব্দুল বাছির বাদল, মাহতাব উদ্দিন প্রমুখ।

সভার শুরুতে শহীদ এবং দলের নেতা কাজী আরেফ আহমেদ, শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম, শহীদ মুনির-তপন-জুয়েল, শহীদ ডা. মিলনসহ দেশের জন্য প্রাণ দেওয়া সব শহীদদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়ে নেতারা বলেন, ‘বিগত শতাব্দির ষাটদশকে তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রসর চিন্তার অধিকারী ব্যক্তিরা মিলে জাসদ গড়ে তুলেছিলেন। জাসদের নেতা-কর্মীরা শোষিত, বঞ্চিত, নিরুপায়, অসহায় মানুষ, নারী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী জনগণের কণ্ঠস্বর। জাতীয় রাজনীতিতে তাদের পক্ষে ভারসাম্য তৈরি করার জন্য সাহসের সঙ্গে রাজনৈতিক তৎপরতা চালাতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি জাসদ পাকিস্তানপন্থার রাজনীতি প্রতিহত করবে।’


এএফ/০১