সিলেটে চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩১, ২০২২
০৫:২৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩১, ২০২২
০৫:২৯ অপরাহ্ন



সিলেটে চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট

সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজ থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা।

সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান, পিকআপসহ পণ্যবাহী যানবাহন আটকা পড়ার খবর পাওয়া গেছে। একই সয়ে পণ্যবাহী যানবাহন সিলেট থেকে ছেড়ে যায়নি বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

নগরের ট্রাক টার্মিনাল এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল করেছেন শ্রমিকরা। এসময় লাঠিসোঁটা হাতে নিয়ে অবস্থান নিতে দেখা গেছে তাদের।

বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, এতেও কাজ না হলে পুরো বিভাগে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট শুরু হবে। 

এর আগে, বিষয়টি নিয়ে রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সে বৈঠকে বিষয়টির কোনো সমাধান হয়নি।

প‌ণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহ্বানের প্রেক্ষিতে সোমবার বিকেলে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বৈঠকে ধর্মঘট থেকে সরে আসার জন্য অনুরোধ জানান তিনি। তবে এই বৈঠক শেষে ধর্মঘট থেকে সরে না আসার ঘোষণা দেন ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

এ প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, পাথর উত্তোলনের দাবির প্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর এই কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে আসবেন। তারা সরেজমিনে পরিদর্শন করে দেখবেন পাথর উত্তোলনের যৌক্তিকতা আছে কি না। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরএম-০১