জৈন্তাপুর প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২২
১১:৪১ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২২
১১:৪১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। সভায় উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর উত্তোলন ও লাল শাপলা বিল সহ ন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।
রবিবার (৩০অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম.এ, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সালাহউদ্দিন, উপজেলা তথ্য আপা তাসলিমা আক্তার ফেরদৌসী মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী দীর্ঘ দিন হতে সরকারি নির্দেশনায় বন্ধ রয়েছে। বন্ধ পাথর কোয়ারী হতে একটি চক্র পাথর উত্তোলন করছে মর্মে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে স্বচিত্র সংবাদ প্রচার করে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবী করা হয় একশ্রেনীর পাথর খেকুচক্র সংশ্লিষ্ট কিছু সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততায় কিছু সংখ্যাক নিরিহ পাথর শ্রমিকদের টাকার লোভে ফেলে ১২৮০নং সীমান্ত পিলার অতিক্রম করে পাথর আহরণ করছে। সেক্ষেত্রে যে কোন মুহুত্বে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আহবান করা হয়।
এছাড়া উপজেলা লাল শাপলা বিলে শাপলা ফুল ফুটার কারনে প্রতিদিন শত শত দেশি-বিদেশী পর্যটকদের সমাগম ঘঠছে। পর্যটকদের নিরাপত্তা স্বার্থে এবং বিলে নৌকা চলাচলে ভাড়া নির্ধারণ ও লাল শাপলা বিল সুরক্ষার বিষয় আলোচনা হয়। অপরদিকে বিগত বন্যায় উপজেলা বিভিন্ন ইউপির রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। সে সকল রাস্তাঘাট দ্রæত উন্নয়নের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়সহ সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার মাধ্যমে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান, এছাড়া বিভিন্ন দপ্তরের মাধ্যমে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড দ্রুত শেষ করা নিয়ে আলোচনা হয়।
আরকে-০১/এসই-০২