শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২২
১১:৩৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২২
১১:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।
রোববার (৩০ অক্টোবর) বিকালে শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমানের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল- পথশিশুদের নিয়ে কেক কাটা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল।
অনুভূতি জানিয়ে মো. খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে ছাত্রলীগ তার হারানো গৌরব ফিরে পাবে।
তিনি বলেন, জয় ভাইয়ের জম্মদিনে আজ আমরা খুবই আনন্দিত। আনন্দ র্যালির মাধ্যমে আমরা এ আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এতিমখানায় বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিম, ফজলুল হক, সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সিজার, সাধারন সম্পাদক মাইদুল ইসলাম মুরাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিব শাহরিয়ার, স্থাপত্য বিভাগের ছাত্রলীগের সভাপতি সোয়েব ইসলাম, ছাত্রলীগ নেতা লোকমান হোসাইন, শাহীন আলম, জাহিদ, ইসমাইল হোসাইন, আবু ইউসুফ, সাকিন, সিয়াম, সজীব দেবনাথসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচএন-০২/এসই-০২