শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক এস এম সাইফুল ইসলাম

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ৩০, ২০২২
১১:৩৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২২
১১:৩৩ অপরাহ্ন



শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক এস এম সাইফুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।

রোববার (৩০ অক্টোবর) বিকালে উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড এস এম সাইফুল ইসলামকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০২০ সালের অক্টোবর থেকে এ পদে দায়িত্ব পালন করেন তিনি। এতে চলতি বছরের ১৯ অক্টোবর তার মেয়াদ শেষ হওয়ায় তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।


এইচএন-০১/এসই-০১