কমিউনিটি পুলিশিং ডে-তে সিলেটে নানা আয়োজন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৯, ২০২২
০৪:২০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২২
০৪:২২ অপরাহ্ন



কমিউনিটি পুলিশিং ডে-তে সিলেটে নানা আয়োজন

আজ দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। প্রতিবছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। এবারের প্রতিবাদ্য ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র।’

পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে।

সারাদেশের ন্যায় সিলেটেও নানা আয়োজনে পালন করা হচ্ছে দিনটি। কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর শাখার উদ্যোগে সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটির সভাপতি ডা. নাছিম আহমেদ  এবং সিলেট মহানগর কমিউনিটি পুলিশের সেক্রেটারি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। 

আরএম-০৪