নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৮, ২০২২
১০:৩৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২২
১১:১১ অপরাহ্ন
মোকতার হোসেন লাল-এর জানাযার চিত্র। (ইনসেটে ফাইল ছবি)
কলেজের বিদায়ী অনুষ্ঠানের দিনেও প্রাণবন্ত ছিলেন মোকতার। আর ক’দিন পরই এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু বিধিবাম! গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
একই ঘটনায় তার সাথে থাকা আরেক মোটরবাইক আরোহী জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২২) মৃত্যুবরণ করেন।
জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মোকতার হোসেন লাল (২০)। এবার ইছামতি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
এদিকে, দুই তরুণের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
আজ শুক্রবার সন্ধ্যায় গ্রামের মসজিদে যখন মোকতারের লাশ নিয়ে আসা হয় তখন সহপাঠী, আত্মীয় স্বজনের কান্নায় আবেগঘন পরিবেশ তৈরী হয়। যেন এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।
ইছামতি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুনশি আলিম স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘মনে পড়ছে দুই/তিন দিন আগে এইচএসসি বিদায় অনুষ্ঠানে তার খুঁনসুটির কথা। আনুষ্ঠানিক স্মৃতিপটের শেষ দৃশ্য এখন কাঁটার মতো করে যেন আমাকে বিদ্ধ করছে। কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী মোকতার হোসেন লাল। কত স্বপ্নই না ওর চোখেমুখে খেলা করত! তাকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যরা কতই না স্বপ্ন দেখত! কিন্তু হায়! সময় বড়োই নির্মম, বড়োই হন্তারক!’
মোকতারের সহপাঠী শাহান আল মাহদী লিখেন, ‘অত্যন্ত প্রাঞ্চল স্বভাবের ছিলো। মুখের কোণে আলোড়ন করতো তার মিষ্টি হাসি। আমার প্রিয় বন্ধুর এমন প্রস্থান মেনে নেয়াটা বড় কঠিন।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার কলাকুটা বাংলা বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাক এখনও আটক করা যায়নি।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটকে পুলিশ কাজ করে যাচ্ছে।
আরএম-১০