জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৮, ২০২২
০৬:১৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২২
০৬:৪১ পূর্বাহ্ন



জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু

জকিগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরবাইক আরোহীর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউপির কলাকুটা বাংলা বাড়ি এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল (১৯) ও জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাক এবং চালককে আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরএম-০১