সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৮, ২০২২
০১:২০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২২
০৬:৫২ পূর্বাহ্ন
আটককৃত সারোয়ার হোসেন
অভিনব পদ্ধতি ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের দায়ে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর পরনের জিন্স প্যান্ট, অন্তর্বাস ও গেঞ্জির সঙ্গে গলিয়ে পেস্ট করা অবস্থায় স্বর্ণ পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২২৮) অবতরণ করে। এই ফ্লাইটে করে আসেন সারোয়ার রহমান নামের ওই যাত্রী। তাকে সন্দেহ হলে সিলেট ওসমানী বিমানবন্দরের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তবে স্বর্ণ আনার বিষয়টি অস্বীকার করলে তার দেহ তল্লাশি চালিয়ে গলানো অবস্থায় স্বর্ণ পাওয়া যায়।
আটককৃত সারোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি) মো. মোমিন।
তিনি বলেন, 'গ্রীণ চ্যানেল পর হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পেস্ট করা গেঞ্জি টাইপ জ্যাকেট ও আন্ডারওয়্যার, ২টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। পরীক্ষা নিরীক্ষা ও পরিমাপের পর বলা যাবে কী পরিমাণ স্বর্ণ জ্যাকেট ও আন্ডারওয়্যারে রয়েছে।'
আরএম-০৮