সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৮, ২০২২
০১:১০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২২
০১:১০ পূর্বাহ্ন



সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রগাওঁ নামক স্থানে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী একটি নোহার ধাক্কায় আজির উদ্দিন (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-ভোলাগঞ্জ সড়কের গোয়াইনঘাট উপজলার সুন্দ্রগাওঁ নামকস্থানে সিলেট-ভোলাগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত আজির গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের সুন্দ্রগাওঁ গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানাধীন সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আজির উদ্দিনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ থানায় রয়েছে আইনানুগ ব্যবসা গ্রহণ শেষে পরিবারের কাজে হস্তান্তর করা হবে।’


কেএ-০১/এএফ-০৪