নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২২
০৭:১৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২২
০৭:১৯ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে তৈরি দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিভিন্ন এয়ারলাইন্সের ৮টি ফ্লাইট। এর মধ্যে ২টি ফ্লাইট সোমবার রাতে ঢাকার ফিরেছে।
সোমবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।
জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রার কারণে ওসমানী থেকে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। আবহাওয়ার অনুক‚ল না থাকার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেন্নাই থেকে ঢাকাগামী একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে বিকেল সোয়া ৪টায় সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে, যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে যায়। সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে। যাত্রীরা রাতে সিলেটে অবস্থান করেন। আজ মঙ্গলবার দিনের আবহাওয়া বিবেচনায় যাত্রী নিয়ে ঢাকায় যেতে পারে বিমানটি। রাতে ইউএস-বাংলার আরো একটি ফ্লাইট ঢাকা নামতে না পেরে সিলেটে অবতরণ করেছে। রাত সোয়া ৯টার দিকে সৈয়দপুর থেকে ঢাকাগামী আরো অভ্যন্তরীণ একটি ফ্লাইট সিলেটে নামে। কলকাতা থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি। রাত সাড়ে ৯টায় এটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। মধ্য রাতে খবর অনুযায়ী সবমিলিয়ে ৮টি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে। এর মধ্যে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাকি ২টি অভ্যন্তরীণ ফ্লাইট।
এদিকে বৈরি আবহাওয়ার কারণে সিলেট-ঢাকা রুটে রাতের তিনটি ফ্লাইট বাতিল করা হয়। রাত ৮টা ২০ মিনিটে ইউএস-বাংলা, ৮টা ৫০ মিনিটে নভোএয়ার এবং ১০টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট ছিল বলে জানিয়েছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা। তবে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিলেট থেকে জেদ্দা রুটে সরাসরি বিমানের প্রথম ফ্লাইট যথারীতি ছেড়ে গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘ঘূর্ণিঝড়ে সতকর্তা হিসেবে বেবিচকের নির্দেশনা অনুযায়ী, তিনটি বিমানবন্দর বন্ধ থাকায় বিমানের বিকেল ৩টা থেকে মঙ্গলবার দুপর পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বরিশালের নির্ধারিত ফ্লাইটগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। এছাড়া সোমবার সন্ধ্যার ঢাকা-কলকাতা ফ্লাইটটি বাতিল করা হয়েছে।’
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে তিনটি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকায় সংশ্লিষ্ট ফ্লাইটগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আবার ফ্লাইট চলাচল করবে এবং অন্য ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।’
এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ সোমবার রাত তিনটার দিকে বলেন, ‘আটটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। তার মধ্যে দুটি ফ্লাইট রাতে ঢাকায় ফিরেছে।’