জৈন্তাপুর প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৫, ২০২২
১২:৩১ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে মডেল থানা পুলিশের অভিযানে পরিচালনা করে এক গরু চোর আটক করেছে। আটক গরু চোরের বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ সূত্রে যানাযায়, সোমবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকা থেকে গরুচুরির প্রক্কালে একচোরকে আটক করে পুলিশ। আটক গরুচোর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাজনানগর ফকিরগোষ্টি গ্রামের মৃত দু:খ মিয়ার ছেলে মোহাম্মদ আলী উরফে আলী(৩৮)। সে দীর্ঘ ২৯বৎসর ধরে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামে এলাকায় বসবাস করছে। আটক মোহাম্মদ আলী উরফে আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় জৈন্তাপুর সংগটিত গরু চোরির ঘটনায় সে ও তার চক্রের সদস্যরা জড়ীত। সে আরও জানায় উপজেলার অনেক প্রভাবশালীদের স্বজনরা গরুচোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশ চক্রের অন্যান্যদের ধরতে অভিযান পরিচালনা করছে। এছাড়া মোহাম্মদ আলীর বিরুদ্ধে ৩টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে চুরির প্রক্কালে থাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য যাচাই বাছাই পূর্বক অপর চোরদের আটকের অভিযান চলছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
আরকে-০১/এসই-০৮