শহীদ জুয়েলের মায়ের মৃত্যুতে জাসদের শোক

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৪, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন



শহীদ জুয়েলের মায়ের মৃত্যুতে জাসদের শোক

জামায়াত-শিবির চক্রের হাতে ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর নিহত শহীদ এনামুল হক জুয়েলের মা ছায়রা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর জাসদ। দলের নেতৃবৃন্দ যৌথ শোক বার্তায় মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানােন।   

যৌথ শোকবার্তায় জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস শামীম আক্তার , মহানগর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ শহীদ জুয়েলের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘প্রয়াত ছায়রা খাতুন একজন মহীয়সী রত্নগর্ভা নারী ছিলেন।’

শহীদ এনামুল হক জুয়েলের মা ছায়রা খাতুন আজ রবিবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটায় দিকে মারা যান। ইন্নালিল্লাহিওয়া ইন্নাইলাইহির রাজিউন । আগামীকাল সোমবার  বেলা ২টায় গোলাপগঞ্জের রানাপিং চৌঘরির রিয়াছতুল উলুম মাদ্রাসাতুল বানাতে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। 

প্রসঙ্গত, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর জামায়াত-শিবির চক্রের হাতে সিলেটে প্রকাশ্যে রাজপথে প্রগতিশীল রাজনৈতিককর্মী মুনির ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েল নিহত হন।


এএফ/০২