কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক-৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৪, ২০২২
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২২
০২:৫১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক-৪

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ও বাল্কহেড (বালু পরিবহনের নৌকা) সহ ৪ জনকে আটক করেছে  পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বালুভর্তি বাল্কহেডসহ চারজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা ওসি সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল।

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃতরা তারা হলেন উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চানঁপুর গ্রামের মৃত আব্দুল হাই'র পুত্র হাবিবুর রহমান (৩২), মরহম আলী (২৮), আব্দুস সালাম (৩১), ও মৃত আব্দুল কাদেরের পুত্র আতাবুর রহমান (৩২)।

প্রসঙ্গত, সিলেট জেলা প্রশাসন থেকে ১৪৪৪ বাংলা সনের জন্য মেসার্স প্রগতী এন্টারপ্রাইজকে কোম্পানীগঞ্জের ধলাই নদীর ১ নম্বর খতিয়ানের ৪৯৩, ৩৫৯, ১২১৩, ২০০২ নম্বর দাগের ১৯৯ একর জায়গা বালু উত্তোলনের জন্য ইজারা দেয়া হয়। কিন্তু বালু খেকোরা বিভিন্ন সময় ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু করে আসছে। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী সিলেট মিরর-কে বলেন, ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে গিয়ে লিজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড (বালু পরিবহনের নৌকা) সহ চার জনকে আটক করেছি।

তিনি বলেন, কোম্পানীগঞ্জ থেকে কোনভাবেই অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে থানা পুলিশ অভিযান অব্যাহত রাখবে।

আরএম-১২