গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৪, ২০২২
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২২
১২:২৪ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের গোলাপগঞ্জে ৫২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ অক্টোবর) ঢাকাদক্ষিণ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আলম হোসেন (৩৮) মৃত আতলীব আলীর পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাস ও এএসআই প্রনয় নাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ঢাকাদক্ষিণ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় আসামীর বসত ঘরে তল্লাশী চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সিলেট মিররকে জানান, ৫২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই আসামীর নামে গোলাপগঞ্জ থানায় বিভিন্ন সময়ে দায়েরকৃত আরো তিনটি মামলা রয়েছে।

এফএম-০১/আরএম-১০