‘শেষদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাব’- শাবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ২৩, ২০২২
১০:৩০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২২
০৩:৩৯ পূর্বাহ্ন



‘শেষদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাব’- শাবি উপাচার্য

‘যেদিন থেকে আমি এখানে এসেছি, সেদিন থেকে এ বিশ্ববিদ্যালয়কে ধারণ করি। দায়িত্ব নেওয়ার পর থেকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি। গত ৫ বছরে আমাদের অনেক উন্নয়ন হয়েছে, তবে কেউ দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। যতদিন আমি এ বিশ্ববিদ্যালয়ে থাকব, ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই কাজ করে যাব’।

আজ রোববার (২৩ অক্টোবর) দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য সাংবাদিকদের বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা গবেষাণায় অনেক ভালো করছি, আমাদের গবেষণার বাজেট ৮গুণ বৃদ্ধি করে ৮ কোটি টাকা করা হয়েছে, যা আমাদের মোট বাজেটের ৫শতাংশ। অবকাঠামোর দিক দিয়েও আমরা এগিয়ে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, সেশনজট, শিক্ষা-গবেষণা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- নিয়ে কাজ করে যাচ্ছি। গত ৫ বছরে অনেক কাজ হয়েছে, তবে আমাদের স্বচ্ছতা বা দুর্নীতি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি। আমি যতদিন থাকব এর শেষদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাবো। বিগত দিনে করোনা ও প্রাকৃতিক দূর্যোগের কারণে আমাদের যে ক্ষতিটা হয়েছে তা কাটিয়ে উঠতে আমরা চেষ্টা করছি।

সাংবাদিকদের উদ্দেশ্য উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম, অর্জন, সংকট, সম্ভাবনা দেশে-বিদেশে ছড়িয়ে দিতে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। বর্তমানে বহির্বিশ্বে আমাদের যে সুনাম ছড়িয়ে আছে, সাংবাদিকরাও এর গর্বিত অংশীদার। আমি বলবো, তোমরা তোমাদের কাজ করো, লেখালেখি কর, সত্যটা মানুষের কাছে তুলে ধর, তবে তা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে। তোমাদের কাজে আমরা হস্তক্ষেপ করব না, তোমরা তোমাদের মত করে কাজ কর। পরিশেষে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি। এতে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

মতবিনিময়কালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ডীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সায়েদ আরেফির খান, সেন্টার অব এক্সিলেন্সের অতিরিক্ত পরিচালক ড. মাহবুবুল হাকিম উপস্থিত ছিলেন। অন্যদিকে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ. যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য শাদমান শাবাব, তানভীর হাসানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এইচএস-০১/আরএম-০৫