শাবিপ্রবিতে নেত্রবাধঁনের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক জুয়েল

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ২৩, ২০২২
০৫:৫৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২২
০৫:৫৫ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে নেত্রবাধঁনের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক জুয়েল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যায়নরত নেত্রকোনা শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন নেত্রবাধঁনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর মোহামেদ রাসেল ও সাধারন সম্পাদক হিসেবে বাংলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী জুয়েল হাসানকে মনোনীত করা হয়েছে। 

শনিবার (২২ অক্টোবর) রাতে বিষয় নিশ্চিত করেন সদ্য বিদায়ী নেত্রবাধঁনের সভাপতি ইমামুল হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক শামীম রানা। 

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নূর-মোহাম্মদ বাসার, মারুফ আহমেদ রাসেল,সাব্বির আলম,আহসান নাসিম,জাহিদ্দুজামান জাহিদ,খালিদ সাইফুল্লাহ রায়হান, মনির হোসাইন তালুকদার, প্রমা পাল, দানিয়েল খান, সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মোজাম্মেল হক, ওমর ফারুক, শুভ,আতাহার সানি, তরিকুল ইসলাম সজিব, রিয়াদ আল কবির, টিটু, জাহাঙ্গীর আলম হৃদয়। 

সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম শিমুল, ইমতিয়াজ হুসেন,সাবিতা আক্তার কলি, মারুফ মিয়া, ইমন হুসাইন শাওন, আশিকুর রহমান, আলি আজগর অনুজ,মিজানুর রহমান, বিথি, অমিত সাহা, সানোয়ার জাহিদ, আলমগীর হুসাইন রাজা, রাসেল শেখ, রুবেল, আখি, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নাইম, শুভ, দিলোয়ার, নুরুল আমিন অনন্ত, হৃদয়, জাহাঙ্গীর আলম, অর্ণা রয়, রুমন, আরাফ, লিজন, শফিক, সরুপ, রাজন সরকার, কোষাধ্যক্ষ হিসেবে আছে মুবাশ্বির বাঙালি বাশার, সহ কোষাধ্যক্ষ হিসেবে মজিদুল হক সানি, পাভেল, শিমুল রয়, মামুন।

সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পারোমিতা রয়, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সজিব,তমাল,তামান্না আক্তার,হিমেল, স্পোর্টস সেক্রেটারি হিসেবে শুভ্র হাজং, সহ স্পোর্টস সেক্রেটারি হিসেবে সুজাত,জুমা,বিপুল দাস,নাবিলা,ফাহাদ, অফিস সেক্রেটারি হিসেবে আসাদুল হক রনি, সহ অফিস সেক্রেটারি হিসেবে ফারজানা,ফজলে রাব্বি,রজত মজুমদার,প্রান্ত রয়, সোসাল ওয়েল ফেয়ার সেক্রেটারি হিসেবে আছেন শাহ নাইম, সহ সোসাল অয়েল ফেয়ার সেক্রেটারি হিসেবে নাহিদ,মিলি,পিংকি,নিশাদ জাহান, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে মিমি আক্তার হীরা, সহ মিডিয়া পাবলিকেশন সেক্রেটারি হিসেবে দীপু,প্রাপ্তি,স্মৃতি,রাকিব মিয়া,তানিয়া।


এইচেন-০২/এসই-০২