সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৩, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৩, ২০২২
০১:৫৬ পূর্বাহ্ন
পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে প্রগতিশীল পাঠক সংঘ শৈলীর উদ্যোগে কবি ও গবেষক সৈয়দ মবনুর পদপঙক্তিতে একক সুরসন্ধ্যা ‘খুশবু-এ-মুস্তফা’ গেয়ে মুগ্ধতা ছড়ালেন শিল্পী মাসুম বিল্লাহ।
গত শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ সুরসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শৈলীর সভাপতি সাইয়্যিদ মুজাদ্দিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিম গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সুরসন্ধ্যায় উপস্থিত ছিলেন, নাট্যকার বাবুল আহমেদ, সৈয়দপুর আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাফাদার, টিভি উপস্থাপক ও ব্যাংককর্মকর্তা আহমেদ শামসুদ্দিন, জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদ, কিশোয়ার মোশাররফ, আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক মাওলানা সাদিকুর রাহমান, ইবাদ বিন সিদ্দিক, নাওয়াজ মারজান, ব্যবসায়ী ও সংগঠক হাবিবুন্নবী সাহেদ, শৈলীর উপদেষ্টা মাহবুব মুহম্মদ, হেলাল হামাম, ফিদা হাসান, সালেহ আহমেদ সাদী, মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ।
এনএম-০১/এএফ-০১