৫ দফা দাবীতে চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মিছিল-সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২২, ২০২২
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২২
০২:০৩ পূর্বাহ্ন



৫ দফা দাবীতে চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির মিছিল-সমাবেশ

অবিলম্বে এরিয়ার বিল প্রদান, ২০২১-২২ এর নতুন চুক্তি সম্পাদন, ধর্মঘটকালীন মজুরি প্রদান, ২০২১-২২ এর এরিয়ার বোনাস প্রদান, চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা, দাবী পূরনে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নসহ ৫ দফা দাবীকে ঘিরে চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টায় রেস্টক্যাম্প বাজারে আয়োজিত মিছিলে শ্রমিক অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় আহ্বায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে এবং চা শ্রমিক নেতা অরুণ মোদির পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন সিলেট জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, চা শ্রমিক নেতা সন্তোষ বাড়াইক, শেলী দাস, লাংকাট লোহার, মিতা সিং, সজল গোয়ালা, আশা সবর, অঞ্জলি মুদি, হরি সবর, অধির বাউড়ি প্রমুখ।

বক্তারা চা শ্রমিক অধিকার আন্দোলন ঘোষিত ৫ দফা দাবীর ভিত্তিতে সকল চা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

আরএম-০৩