গোলাপগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় সড়কে পড়ে থাকা থেতলানো লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২১, ২০২২
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২২
০২:০২ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় সড়কে পড়ে থাকা থেতলানো লাশ উদ্ধার

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নেv জায়গিরদার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের শরীর অর্ধেক থেতলে গেছে। তবে কী ধরনের গাড়ি ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে তা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, একজন মোটরসাইকেল আরোহীর অর্ধেক শরীর থেতলানো অবস্থায় সড়কে লাশ পড়ে রয়েছে বলে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে অর্ধেকই থেতলে সড়কের সঙ্গে মিশে গেছে প্রায়। তার একটু দূরেই মোটরসাইকেল পড়েছিলো রাস্তায়।

নিহত ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম  নিহতের নাম নাজিম উদ্দিন। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মামরখানি-মুন্সিবাজার এলাকার আবদুল হাইয়ের ছেলে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের নাম্বার (সিলেট-হ ১৪-৫১৭৪)।

এ বিষয় গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন- স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে । নিহতের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে তারা থানায় আসছেন। 

আরএম-১৩