ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে সিলেটে

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২০, ২০২২
০৯:১৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২২
০৭:১৯ পূর্বাহ্ন



ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে সিলেটে

সিলেটে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল সিলেট ওসমানী হাসপাতালের ২৭নং ওয়ার্ড থেকে তোলা। ছবি : শেখ নাসির

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে বাড়ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতজনের। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মারা গেছেন।

দেশের সার্বিক চিত্রের মত সিলেট নগরেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই।

এদিকে- মৌসুমের শুরুতে সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার লার্ভা নিধনে কড়াকড়ি থাকলেও বর্তমানে অভিযান নেই বললেই চলে। এ কারণে রোগী বাড়ছে বলে মনে করছেন অনেকে। বুধবার ২৪ ঘন্টায় সিলেটে নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত গত দুই মাসে সিলেটে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে এ পর্যন্ত ৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হলেও ইতোমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ জন। তবে হাসপাতালে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ৯ জন চিকিৎসাধীন আছেন। 

আরএম-০৬