সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় চালক নিহত, অভিযোগ পুলিশের দিকে

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ২০, ২০২২
০৭:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২২
০৭:০৩ পূর্বাহ্ন



সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় চালক নিহত, অভিযোগ পুলিশের দিকে

সিলেটের ওসমানীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নূর মিয়া (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কষেরতল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের ধাওয়া থেকে রক্ষা পেতে দ্রুত পালাতে গিয়ে ট্রাক চাপায় তিনি নিহত হন বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

নিহত নূর মিয়া উপজেলার কাগজপুরের বাসিন্দা। জানা গেছে, মহাসড়কের ব্রাহ্মণগ্রামে দুর্ঘটনার পর স্থানীয়রা হাইওয়ে পুলিশের গাড়িসহ পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা ও টমটম চালকরা। পরে স্থানীয় পুলিশের পক্ষ থেকে তাদের শান্ত করলে তারা অবরোধ তুলে নেন।

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের গাড়ির ধাওয়া থেকে এ দুর্ঘটনা ঘটেনি। টমটমকে চাপা দিয়েছে ট্রাক। এ নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, ‘শেরপুর পুলিশ ফাঁড়ির গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে টহলে ছিল। গোয়ালাবাজার থেকে আসার পথে একটি ট্রাক টমটমকে চাপা দেয়। পুলিশ সদস্যরা দুর্ঘটনা দেখতে পেয়ে সেখানে যান এবং উদ্ধার কাজে তৎপর হন। কিন্তু সাধারণ জনতা ভুল বুঝে পুলিশের উপর দায় চাপান।’ পরবর্তীসময়ে পরিস্থিতি স্বাভাবিক হয় জানিয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।’

আরএম-০৫