জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২২
০৫:০৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৯, ২০২২
০৫:০৪ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুরে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন । পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা অনুষ্ঠিত য় আলোচনা সভা। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের প্রিন্সিপাল রুহিনী রঞ্জন দে, বিয়াম কুদরত উল্লাহ ল্যাব. স্কুল এন্ড কলেজের প্রিন্সীপাল আবু সুফিয়ান বেলাল, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মন্নান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম ৷ এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আরএম-০৮