ওসমানীনগরে প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ১৯, ২০২২
০৩:২৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২২
০৩:২৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

ওসমানীনগরে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলার হাট বাজারসহ সর্বত্র এখন নির্বাচনী আলাপে সরগরম। মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন অলি-গলিতে প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচারণায়। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা চেয়ারম্যান,  ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ পেয়েছেন নৌকা, খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী দেয়াল ঘড়ি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পেয়েছেন ঘোড়া প্রতিক। বিএনপি নিবার্চনে অংশ না নেওয়ায় কামরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিবার্চন করছেন। 

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (টিয়া পাখি), উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী (তালা) বর্তমান ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া (চশমা), জুয়েল মিয়া (টিউবওয়েল), দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আখতার আহমদ (বই), মৌলানা আব্দুল বাছিত (মাইক), আলী হোসেন রানা (উড়োজাহাজ) ও খন্দকার মাসুম আহমদ (বৈদ্যুতিক পাখা) প্রতীকে নিবার্চনে অংশ নিচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী (সেলাই মেশিন) প্রতীক, জানাহারা বেগম (কলস) ও ছানারা বেগম ফুটবল প্রতীকে নির্বাচন করছেন।

উল্লেখ্য, ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর। এ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে মোট ১৬ জন প্রার্থী গত ৬ অক্টোবর শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

গত ১০ অক্টোবর মনোনয়ন পত্র বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষনা করা হয়। বাতিল হওয়া ৫ জনের মধ্যে আপিলের মাধ্যমে ৩ জন প্রার্থীতা ফিরে পান।

আরএম-০৮