জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ডিআই চালক নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


অক্টোবর ১৮, ২০২২
১১:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২২
১১:৩৪ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ডিআই চালক নিহত

নিহত মো. বদরুল ইসলাম।

সিলেটের জৈন্তাপুর সড়ক দূর্ঘটনায় মো. বদরুল ইসলাম (২৪) নামে ডিআই ট্রাক চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বদরুল গোয়াইনঘাট উপজেলার লামাকোটাপাড়া গ্রামের মো. হারিছ আলীর ছেলে। 

এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ সকাল ৫টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের পাকড়ী এলাকায় রাস্তার পাশে বন্ধ করে রাখা একটি ট্রাককে বেপরোয়া গতিতে এসে ডিআই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটে। এতে ডিআই ট্রাক চালক বদরুল আহত হন। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘র্ঘটনায় একজন নিহত হয়েছেন।’

আরকেএস-০১/এএফ-০১