সিলেটে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ রাসেল দিবস পালন

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৮, ২০২২
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২২
০৯:৫১ অপরাহ্ন



সিলেটে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ রাসেল দিবস পালন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে শেখ রাসেল দিবস। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোভাযাত্র, আলোচনা সভা ও পুরষ্কার বিত্রণের মধ্য দিয়ে দিবস্টি পালন করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় নগরের কবি নজরুল অডিটোরিয়ামে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি ও অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মো: মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌসিফ আহমদ, সিলেট জেল প্রেসক্লাবের সভাপতি আল আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দিবস ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এছাড়াও সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয়ে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল সরকারী দপ্তর, বীর মুক্তিযুদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষরা শ্রদ্বা নিবেদন করেন। সকাল ৯ টায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা নগরের বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। 


এসই/০৮