ফেঞ্চুগঞ্জ গাড়ুলি ছড়া সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

শহীদ আ হমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ


অক্টোবর ১৮, ২০২২
০৭:৪৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২২
০৯:২২ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জ গাড়ুলি ছড়া সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

ফেঞ্চুগঞ্জ গাড়ুলী খালের জরাজির্ণ সেতু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গাড়ুলী খালের উপর সেতু জরাজির্ণ হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ফাটল সহ ভেঙ্গে পড়েছে দুুই পাশের রেলিং। কোথাও রেলিং ভেঙ্গে রড বের হয়ে গেছে।

সিলেট সড়ক ও জনপথ বিভাগ(সওজ) সেতুটি ঝুকিপুর্ণ ঘোষনা করেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রী ও পথচারিদের ঝুকি নিয়ে এই সেতু ব্যবহার করতে হচ্ছে। গাড়ুলিছড়া সেতু ফেরিঘাট -ফেঞ্চুগঞ্জ বাজার -মাইজগাও এই এলাকার প্রধান সড়ক হিসবে ব্যবহার হয়ে আসছে। এছাড়া এই সেতু দিয়েই ফেঞ্চুগঞ্জ বাজার ও উপজেলা সদরে প্রবেশ করতে হয়। যার জন্য প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে শত শত যানবাহন এই ঝুকিপুর্ণ সেতুর উপর দিয়ে যাতায়াত করে।

সরজমিনে দেখা যায় গাড়ুলী ছড়া সেতুটি বহু বছরের পুরনো। গত আগস্ট মাসে একটি মালবাহী গাড়ী সেতু পার হওয়ার সময় সেতুর একটি অংশে গর্ত হয়ে যায়। তাতে যান চলাচলে বিগ্ন ঘটে। যান চলাচল স্বাভাবিক রাখতে ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতি গর্তটি মেরামত করে।

জানা যায় পুরনো এই সেতু দিয়ে প্রতিদিন ফেঞ্চুগঞ্জ বাজারে বড় বড় মালবাহী ট্রাক বাজারে প্রবেশ করে। সেতুর নিচের পিলারের  মাটি সরে যাওয়াতে তা আর দুর্বল হয়ে পড়েছে। ছোট্র পুরনো সেতু দিয়ে ঝুকি নিয়ে চলাচল করে ট্রাক, ট্রাক্টর সহ ছোট বড় সকল ধরনের যান বাহন। বড় ভারী গাড়ি সেতুর উপর উঠলে সেতুটি কেঁপে উঠে। যদি ও সড়ক জনপথ বিভাগ সাইন বোর্ড লিখে রেখেছে ঝুকিপুর্ণ সেতু তার পর ও বিকল্প না থাকায় ঝুকি নিয়ে চলছে সেতু পার।

স্থানীয় বাসিন্দা আরব আলী বলেন আমি দোকানে যেতে এই সেতু প্রতিদিন কয়েকবার পার হই । অনেক সময় ছোট বড় গাড়ী একসাথে উঠে গেলে যান চলাচল সমস্যা হয়। মনে হয় এই বুঝি পড়ে গেলো।

অটোচালক নয়ন মিয়া বলেন সেতু দিয়ে ঝুকি নিয়ে চলাচল করতে হয়। ভয় লাগে যে কোন সময় বড় লোড গাড়ী উঠলে কখন যে কি হয় বলা যায় না। তাই দ্রুত নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।


এসই/০৬