আজ ও কাল ৯ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে যেসব এলাকায়

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৮, ২০২২
০৩:১১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২২
০৩:১১ অপরাহ্ন



আজ ও কাল ৯ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে যেসব এলাকায়

জরুরি মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সিলেট মহানগরের কয়েকটি এলাকায় আজ মঙ্গল ও আগামিকাল বুধবার (১৮ ও ১৯ অক্টোবর) টানা ৯ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।

বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান- মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরীর শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়ায় বিদ্যুৎ থাকবে না।

পরদিন বুধবার মহানগরীর মেন্দিবাগ, নোয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর ও পীরেরচক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরএম-০১