সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২
০২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৮, ২০২২
০২:৪৪ পূর্বাহ্ন
`মানবতা ও সাম্যের সংগ্রাম শাণিত হোক'-এ ডাকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা ছয়টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, যারা এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ধর্মের অপব্যাখ্যা অপব্যবহার করেছিল তারাই এখন বাঙালী সংস্কৃতির বিরুদ্ধে ধর্মকে দাঁড় করানোর চেষ্টা করছে। এদেশের সকল মানুষ নিজ-নিজ ধর্ম ও সংস্কৃতি আনন্দের সাথে পালন করবে যা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, তাই ধর্মকে সংস্কৃতির বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা রুখে দিতে হবে।
মহাত্মা লালনের জীবনের নানা দিক তুলে ধরে জননেতা লোকমান আহমদ বলেন, শুধু মানবতাবাদের বিকাশ নয় শোষণমুক্তির সংগ্রামে লালনের দার্শনিক চিন্তা বাঙালি ও বিশ্বমানবের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। কেবল অর্থনৈতিক বৈষম্য নয়, নানা ধরনের সাংস্কৃতিক বৈষম্যের বিরুদ্ধেও সমাজতান্ত্রিক রাজনৈতিক কর্মীদের সচেতন হতে হবে ও সংগ্রাম শাণিত করতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমদ, সুকান্ত ভট্টাচার্য, সাইফুল ইসলাম প্রমুখ।
আরএম-১৩