ওসমানীনগরে হামিদ-রুহি বিজয়ী

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ১৮, ২০২২
০২:৪২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২২
০৮:৪৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে হামিদ-রুহি বিজয়ী

সিলেটের জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড (ওসমানীনগর উপজেলা) সদস্য পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে আওয়ামী লীগ নেত্রী সুষমা সুলতানা রুহি।

সিএনজি অটোরিক্সা মার্কা নিয়ে ৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হামিদ। তার নিকটতম প্রতিদ্বন্দী সিলেট জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি পংকজ দাস পুরকায়স্থ টিউবওয়েল নিয়ে ৪০ভোট পেয়েছেন।

অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহমদ বহলুল তালা মার্কায় ২২ভোট পেয়েছেন।

এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে আওয়ামী লীগ নেত্রী সুষমা সুলতানা রুহি দোয়াতকলম মার্কায় ৫৬ ভোট পেয়ে দ্বিতীয় বারে মত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শামীমা আক্তার ঝিনু দেয়াল ঘড়ি মার্কায় ২২ভোট পেয়েছেন, অধ্যাপিকা আফিয়া বেগম হরিণ মার্কায় ২০ভোট, স্বপ্না শাহীন ফুটবল মার্কায় ৮ভোট পেয়েছেন।

ওসমানীনগর উপজেলার হল রুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১০৭জন এর মধ্যে ১জন সদস্য বিদেশে থাকার কারণে ১০৬জন ভোটার তাহাদের ভোট প্ৰদান করেন এবং  ৩টি ভোট বাতিল হয়েছে।

উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দীতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন নির্বাচিত হয়েছেন।

এসই/০৫