সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৭, ২০২২
০৯:১৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
০৯:১৭ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১১নং ওয়ার্ডে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন আপ্তাব আলী কালা মিয়া। অটোরিকশা প্রতীকে ৭২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ মোহাম্মদ জামালউদ্দিন। টিউবওয়েল প্রতীকে তিনি পান ৪৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা নিয়ে মো. শামসুউদ্দীন কোনো ভোট পাননি।
কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও, তোয়াকুল ও রুস্তমপুর ইউনিয়নের ১২০টি ভোটের মধ্যে ১১৮টি ভোট কাস্ট হয়।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে চলে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় নির্বাচন। বেলা ২টার পর ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ডা. মোহাম্মদ লুৎফুর রহমান।
আরএম-১১