৬নং ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী অ্যাডভোকেট গিয়াস

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২২
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২২
০৮:২৭ অপরাহ্ন



৬নং ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী অ্যাডভোকেট গিয়াস
জেলা পরিষদ নির্বাচন

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং (বিশ্বনাথ উপজেলা) ওয়ার্ডে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। তালা প্রতীক নিয়ে ৭০টি ভোট পেয়ে বিজয়ী হন তিনি।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা সহল আল রাজী চৌধুরী বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৩১টি ভোট।

এছাড়া ২নং সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আফিয়া বেগম হরিণ প্রতিকে ৪৩টি, সুষমা সুলতানা রুহি দোয়াত-কলম প্রতীকে ৩৯টি শামীমা আক্তার ঝিনু টেবিল ঘড়ি প্রতীকে ১০টি ও বেগম স্বপ্না শাহীন ফুটবল প্রতীকে ৯টি ভোট পেয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের ১০৬ জন ভোটারের মধ্যে ১০১ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে বিকেল আড়াইটার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।

এদিকে ফলাফল ঘোষণার পর পরই তালা প্রতীকে প্রার্থী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিনকে নিয়ে তাৎক্ষনিক মিছিল করেন তার সমর্থকরা।

আরএম-০৯