ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
অক্টোবর ১৭, ২০২২
০৮:১৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
০৮:১৩ অপরাহ্ন
সিলেট জেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ডে (ফেঞ্চুগঞ্জ) সদস্য পদে নাহিদ হাসান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৩৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।
উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারেক মাহমুদ খান জানান- নাহিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুর রহমান রুমান (তালা মার্কা) পেয়েছেন ২৮টি ও আবুল আওয়াল কয়েস (হাতি মার্কা) পেয়েছেন ২৪টি ভোট।
এই ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য আমাতুল জহুরা রওশন জেবিন রুবা বই মার্কা প্রতীকে ৮৩টি ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তারেক মাহমুদ খান জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ ইভিএম পদ্ধতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বিতাকারী ও ভোটাররা।
আরএম-০৯