১৩নং ওয়ার্ডে জয়ী ইফজাল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৭, ২০২২
০৮:০৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২২
০৮:২২ অপরাহ্ন



১৩নং ওয়ার্ডে জয়ী ইফজাল চৌধুরী
জেলা পরিষদ নির্বাচন

সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১৩নং ওয়ার্ডে (জকিগঞ্জ) সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ইফজাল আহমদ চৌধুরী। ৬৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

বিকেল সাড়ে তিনটার দিকে ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা বিনয় ভূষণ দাস। ফলাফলে জানা যায়, ইফজাল চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ (বৈদ্যুতিক পাখা মার্কা) পেয়েছেন ৪৯টি ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান (তালা মার্কা) পেয়েছেন ৩টি ভোট।

সংরক্ষিত মহিলা সদস্য পদে জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী ফুটবল প্রতীকে ৬১ ভোট ও মনিজা বেগম হরিণ প্রতীকে ৫৭ ভোট পেয়েছেন। ১২০ জন ভোটারের মধ্যে এবার ভোটাধিকার প্রয়োগ করেছেন ১১৮ জন।

এর আগে উপজেলা অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে শুরু হয়ে নির্ধারিত সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা।

আরএম-০৭