নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২২
০৯:০২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
০৯:০২ পূর্বাহ্ন
বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষন ও গর্ভবতী করার অভিযোগে এক বিশেষজ্ঞ মানসিক ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত চিকিৎসক আর.কে.এস রয়েল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক চিকিৎসা বিভাগের প্রধান। নগরীর মেডিকেল রোডস্থ কাজলশাহ ল্যাবএইড লি. ডায়গনস্টিক সেন্টারে তাঁর প্রাইভেট চেম্বার।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, অভিযোগকারী যুবতী ২০১৮ সাল থেকে সিলেটের এই সাইকিয়াট্রিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই যুবতীর প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভিকটিককে ধর্ষণ করেন। ওই যুবতীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানাপুলিশ ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।
এদিকে, রবিবার সন্ধ্যায় ওই যুবতী ডাক্তার আর.কে.এস রয়েলের ল্যাবএইডস্থ চেম্বারে এসে হইচই কাণ্ড শুরু করেন। যুবতীর চিৎকার-চেঁচামেচি শুনে উৎসুক জনতা ভিড় করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ভিকটিম ও ডাক্তারকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
এসই/০৪