সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৭, ২০২২
০৮:৩৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৭, ২০২২
০৮:৩৩ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি বাজারে মির্জাগাঁও এবং পাচঁগাওয়ের (সাঙ্গিরাই, মুল্লারগাঁও, খেশবপুর, কাজিরগাঁও ও দোকানিপাড়া) মানুষের মাঝে আড়াই ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লামাকাজি বাস স্ট্যান্ডের টুল প্লাজায় এক সিএনজিচালিত অটোরিকশার কাছ থেকে টাকা আদায়কে কেন্দ্র করে রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষকালে দুপক্ষের লোকেরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তুমুল মারামারিতে লিপ্ত হয়। এসময় দুক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়াও সংঘর্ষকালে ভাঙচুর করা হয় শতাধিক দোকানপাট ও অন্তত ২০টি যানবাহন। দোকানগুলোতে লুটপাটও করা হয়। বাজারস্থ দুটি ব্যাংকেও করা হয় ভাঙচুর। এসময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সংঘর্ষ থামাতে গেলে বিশ্বনাথ থানার পুলিশ সদস্যরাও আহত হন। এমনকি থানার ওসি গাজী আতাউর রহমান ও পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলামও আহত হন। ইটের আঘাতে ওসির কপাল ফেটে যায়।
পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার পুলিশদল ও দাঙ্গা পুলিশ গিয়ে সংঘর্ষ থামাতে বিশ্বনাথ থানাপুলিশকে সহায়তা করে। টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়ে রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
লামাকাজি বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রায় ৩ ঘণ্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়।
জানা যায় রবিবার সন্ধ্যায় লামাকাজি এলাকার জাঙ্গাইল গ্রামের এক সিএনজি অটোরিকশা চালক বাজারস্থ টুল প্লাজায় টাকা না দিয়ে গাড়িতে করে যাত্রী নিয়ে চলে যেতে চাইলে টুলের টাকা আদায়কারীরা কিছুদূর গিয়ে গাড়ি থামিয়ে ওই চালকের কাছ থেকে টাকা আদায় করেন। এসময় গাড়ি চালক ও টুলের টাকা আদায়কারীদের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশা চালকের পক্ষ ধরে লামাকাজি এলাকার মির্জাগাঁওয়ের লোক এবং টুল আদায়কারীদের পক্ষ ধরে পাঁচগাঁওয়ের লোকজন পরষ্পর সংঘর্ষে লিপ্ত হন।
এসই/০৩