নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২২
০৫:৪৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৬, ২০২২
০৬:০৩ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র আমিরুল ইসলামকে নিখোঁজের ছয়দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার) রাত ৯টায় সিলেটের দক্ষিণসুরমাস্থ রশিদপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে একটি হোটেলে আটকে রেখে মুক্তিপণ দাবী করেছিল অপহরণকারী চক্র। হাত-মুখ বেঁধে নির্যাতনও করা হয় আমিরুলকে। আজ দুপুরে সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য প্রদানকালে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আমিরুল ইসলাম (১৬) ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গত ৯ অক্টোবর সকালে মাদ্রাসার উদ্দেশে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে। কোথাও খোঁজ না পেয়ে বুধবার (১২ অক্টোবর) ওসমানীনগর থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেন আমিরুলের বাবা। এর প্রেক্ষিতে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
ভুক্তভোগীকে আটকে রেখে একটি চক্র মুক্তিপণ দাবি করেছিল জানিয়ে পুলিশ সুপার বলেন, মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। অপহরণ করে হোটেলে আটকে রেখে তার হাত-মুখ বেঁধে নির্যাতন করা হয়। তবে উদ্ধারকারী টিমের সদস্যরা সর্বাধিক গুরুত্ব দিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৯টার দিকে সিলেটের রশিদপুরস্থ ফুলকলি শোরুমের সামনে থেকে আমিরুল ইসলামকে উদ্ধার করতে সক্ষম হন।
এ ঘটনায় ওসমানীনগর থানায় আজ রোববার নিয়মিত আইনে মামলা (নং-০৯) হয়েছে ও এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অপহরণে সম্পৃক্ততার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. নজরুল ইসলাম ওরফে মেনু মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
আরএম-০৬