জকিগঞ্জে ১৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৬, ২০২২
০৫:০৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২২
০৫:০৯ অপরাহ্ন



জকিগঞ্জে ১৪’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

জকিগঞ্জে ১৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুল খালিক (৫৮)।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কর্মকর্তা জাবেদ মাহমুদ। তিনি জানান, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আটগ্রাম এলাকায় এ অভিযান চালায়। এ সময় অভিনব কৌশল অবলম্বন করে রাখা ইয়াবাসহ খালিককে আটক করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

আরএম-০৪