সিলেটে বেড়েছে ৪ নিত্যপন্যের দাম

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৬, ২০২২
০৬:৫১ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৬, ২০২২
০৬:৫১ পূর্বাহ্ন



সিলেটে বেড়েছে ৪ নিত্যপন্যের দাম

সপ্তাহের ব্যবধানে সিলেটে বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা ও ডিমসহ বেশ কয়েকটি পণ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

সিলেটের সবজি ও নিত্যপণ্যের বাজার ঘুরে জানা গেছে, অস্থিরতা বিরাজ করছে আদা, পেঁয়াজ ও রসুনের বাজারে। সবজির দাম গত সপ্তাহে স্থিতিশীল থাকলেও কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহে কাঁচামরিচ খুচরা বাজারে প্রতি কেজি ৬০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে সেটি ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

বাজারে ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। মুরগির লাল ডিমের হালিতে দাম বেড়েছে ৩-৪ টাকা করে। এছাড়া সব জাতের সবজির বাজার প্রায় স্থিতিশীল রয়েছে। ডিমের হালি বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা দরে। গত সপ্তাহেও এর দাম ছিল ৪৪-৫৬ টাকা।

নগরের আম্বরখানা রোমানা এন্টারপ্রাইজের ব্যবসায়ী মুরাদ আহমদ জানান- খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা করে বেড়েছে। এলসির ভালো মানের পেঁয়াজ গত সপ্তাহে ছিল ৪০ টাকা কেজি। অথচ এ পেঁয়াজ এখন ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তিনি জানান, চায়না আদা গত সপ্তাহে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা বেড়ে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চায়না বড়ো রসুন গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও শনিবার এ রসুনের কেজি ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে। বড়ো মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এ ডাল ১১০ টাকা কেজিতে বিক্রি হলেও আজ বিক্রি করছি ১২০ টাকায়। তবে ছোট মসুর ডালের দর ১৫০ টাকা কেজি গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে।

সবজির বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৫০-৫৫ টাকা, পেঁপের কেজি ৩০-৩৫ টাকা, পানি লাউ মিডিয়াম ৬০-৭০ টাকা পিস, টক আমড়া ৪০ টাকা কেজি, টমেটোর কেজি ১২০ টাকা, ঝিঙা ৫০ টাকা, চিসিঙা ৪০ টাকা কেজি, করলা ৫৫ টাকা কেজি, লুবিয়া ৫০ টাকা, লতা ৫০ টাকা প্রতি আটি, প্রতি কেজি মুলা ৪০ টাকা, পাতা কপির কেজি ৬০ ও প্রতি কেজি শসা ৫০ টাকা, পুইশাক ৩৫ টাকা ও ধনেপাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, লাগামছাড়া নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন সিলেটে নিম্ন ও মধ্য আয়ের লোকজন। 


এসই/১০