জৈন্তাপুরে অপহৃত ৫ম শ্রেনীর ছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার: অপহরনকারী আটক

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ১৬, ২০২২
০৬:৪৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২২
০৫:৪৭ পূর্বাহ্ন



জৈন্তাপুরে অপহৃত ৫ম শ্রেনীর ছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার: অপহরনকারী আটক

অপহরনকারী আল আমিন

তথ্য প্রযুক্তির সহায়তায় হবিগঞ্জের বানিয়াচং থেকে সিলেটের জৈন্তাপুরে অপহৃত ৫ম শ্রেনীর ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে অপহরনকারীকে। 

জানাযায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের রাস্তা দিয়ে বাড়ী ফেরার পথে প্রলোভন দেখিয়ে ৫ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণ করা হয় ৷

অপহরনের ঘটনায় অপহৃতের পিতা বাদী হয়ে জৈন্তাপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রেকর্ড করে।

পরে তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তি ব্যবহার করে  হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বড়ইউরি ইউনিয়নের শান্তিনগর গ্রামে অবস্থান নিশ্চিত করে জৈন্তাপুর থানা পুলিশ ৷ পরে অপহরনকারীকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করতে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) সাহিদ মিয়া অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় অপহৃত উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসা হয় ৷ আটক অপহরনকারী গোয়াইনঘাট উপজেলার  ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের মইন উদ্দিনের ছেলে আল আমিন (২০) ৷

এছাড়া মামলায় উল্লেখিত অপর দুই সহযোগিকে আটক করতে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরনকারীর অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনার মাধ্যমে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয় ৷ তাদেকে ররিবার (১৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হবে ৷


আরকে-০১/এসই-০৯