জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
অক্টোবর ১৪, ২০২২
০৮:৩৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২২
০৮:৪৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর থেকে ২’শ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মকবুল হোসেন (২০) কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথ দিয়ে মাদক ব্যবসায়ীরা বড় বড় মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসছিল। এসব ঠেকাতে পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় সবচেয়ে বড় মাদকের চালান ১’শ ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী মকবুল উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কদমখাল গ্রামের আব্দুল কুদুছ এর ছেলে। এছাড়া দায়েরকৃত মামলার অপর আসামীরা হলেন- একই ইউনিয়নের চাতলারপাড় গ্রামের আব্দুল জলিল ওরফে টুন্ডা জলিলের ছেলে আলমগীর হোসেন (২১), কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী (মিনাটিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন) মো. হাবিল মিয়ার ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুল মিয়া (১৮) এবং কেন্দ্রী গ্রামের রাকেশ (২০)। পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে চক্রটি ভারত হতে বাংলাদেশে মাদক সামগ্রী নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ২’শ বোতল ফেন্সিড্রিল সহ ১ জনকে আটক করা হয়েছে। আজ মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আটককৃত মকবুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরএস-০২/আরএম-০৬