জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
অক্টোবর ১৪, ২০২২
০৮:১২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২২
০৮:৪৪ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে ধানক্ষেত্রের আইল থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মরদেহটি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ অক্টোবর) আনুমানিক সকাল ৬টায় উপজেলার চিকনাগুল ইউপির পশ্চিম ঠাকুরের মাটিতে (পশ্চিম চটি) বাড়ীর পাশের ধান ক্ষেতের আইলে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবরটি মুহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখতে শত-শত মানুষ ভিড় করেন। পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
![]()
নিহত মোছা. ডলি বেগম পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
এ বিষয় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে এবং অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে।
আরএস-০১/আরএম-০৫