ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২২
০২:৪৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২২
০২:৪৫ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলায় পানিতে ডুবে কামরুল ইসলাম তাওহিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তাওহিদ গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের আবুল কালামের পুত্র।
জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তাওহিত পরিবারের সবার অলক্ষ্যে বাড়ির পাশের খালে পড়ে পানির নীচে তলিয়ে যায়। প্রায় একঘন্টা পর খাল থেকে শিশু তাওহিদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউডি-০২/এএফ-০২