ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২২
০২:১২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৪, ২০২২
০২:১২ পূর্বাহ্ন
আমিরুল ইসলাম।
সিলেটের ওসমানীনগর উপজেলায় আমিরুল ইসলাম (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজের গতকাল বুধবার (১২ অক্টোবর) থানায় জিডি করেন।
আমিরুল উপজেলার কিয়ামপুর গ্রামের খাইরুল ইসলামের পুত্র এবং উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র।
জানা গেছে, গত ৯ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আমিরুল নিখোঁজ হয়। খোঁজ নিয়ে জানা যায় ওইদিন সে মাদ্রাসায়ও যায়নি।
তবে নিখোঁজের পিতা খাইরুল ইসলাম বলেন, আমি নিশ্চিত আমার ছেলেকে অপহরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে আমার মোবাইলে একটি কল আসে। কল রিসিভ করলে ওপর প্রান্ত থেকে বলা হয়, আমার ছেলেকে ফিরিয়ে আনতে হলে সিলেট শহরের বন্দর লালবাজার যেতে হবে। তাদের কথা মতো আমরা প্রস্তুুতি নিলেও পরবর্তীতে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, ‘নিখোঁজ মাদ্রাসা ছাত্র উদ্ধারে থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ’
ইউডি-০১/এএফ-০১