টিকটক করে শাস্তির মুখে সিলেটের দুই নারী পুলিশ সদস্য

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৩, ২০২২
০৩:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২২
০৩:৪৬ অপরাহ্ন



টিকটক করে শাস্তির মুখে সিলেটের দুই নারী পুলিশ সদস্য

প্রতীকি ছবি

পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও প্রকাশ করায় সিলেট রেঞ্জে কর্মরত দুই নারী পুলিশসহ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত ১৩ পুলিশ সদস্য শাস্তির মুখে পড়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযুক্তদের মধ্যে আটজনই নারী পুলিশ।

সিলেট রেঞ্জে কর্মরত ওই দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল আবু হানিফা নিপু ও নায়েক সাকিরা আক্তার। এ দুজনই হবিগঞ্জ জেলায় কর্মরত।

অভিযুক্ত অন্যান্যরা হলেন- কনস্টেবল আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম) এবং মো. আশিকুল হক (ঝালকাঠি)।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পুলিশ সদর দপ্তর সারা দেশে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিওতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করেছে। তিনি বলেন, ‘নোংরামি ঠেকানোর দায়িত্ব পুলিশ সদস্যদের। তারা যদি নোংরামি করে তাহলে নোংরামি ঠেকাবে কে?’

এর আগে টিকটক ও লাইকিসহ বিভিন্ন অ্যাপে ভিডিও শেয়ারের ক্ষেত্রে সতর্কতামূলক নির্দেশনা জারি করে ডিএমপি। তাতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। পুলিশের ইউনিফর্ম পরে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো অঙ্গভঙ্গি করে ভিডিও ধারণ করে তা টিকটকে আপলোড করা হয়। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরএম-০১