বামছাস স্কলারশীপ পরীক্ষা শুক্রবার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১৩, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৩, ২০২২
০১:১৪ পূর্বাহ্ন



বামছাস স্কলারশীপ পরীক্ষা শুক্রবার


বাংলাদেশের মণিপুরী ছাত্র সমাজের দীর্ঘ ৩৮ বছরের ঐতিহ্যবাহী একমাত্র ছাত্র সংগঠন "বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস)"-এর প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা ১৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশের মণিপুরী অধ্যুষিত বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে অনুষ্ঠিত হবে। 

দেশের মোট ৬ টি কেন্দ্রের মধ্যে সিলেটের মির্জ্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আসাম পাড়ার আবাদগাঁওয়ের বিশগাঁও মণিপুরী ক্লাব, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের তেঁতইগাঙ রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরী পাড়ার ধর্মশালার কক্ষ, বড়লেখা ও জুড়ি উপজেলার ছোটধামাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভান্ডারীগাঁওয়ের মণিপুরী সাংস্কৃতিক একাডেমী কেন্দ্রে দেড় শতাধিক পরীক্ষার্থী অংশ গ্রহন করবে। 

উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৯১ সাল থেকে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এই প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা প্রতি বছর কৃতকার্যদের বৃত্তিসহ বিভিন্নভাবে পুরস্কার দিয়ে আসছে।

এএন/০২