প্রকাশ পেল অর্ণব দাশের নতুন গান 'অনুভবে'

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১২, ২০২২
১১:৪৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২২
১১:৫২ অপরাহ্ন



প্রকাশ পেল অর্ণব দাশের নতুন গান 'অনুভবে'

সংগীতশিল্পী অর্ণব দাশ।

সিলেটের তরুণ সংগীতশিল্পী অর্ণব দাশের কণ্ঠে ‘অনুভব’ শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তির পর গানটি দর্শক-শ্রোতাদের সাড়া পেয়েছে। গানটির সুরও করেছেন অর্ণব নিজেই। গানটির গীতিকার সিদ্দিকী বাপ্পী।  

এর আগে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ দলকে স্বাগত জানিয়ে একটি ‘থিম সং’ এ কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন সংগীত শিল্পী অর্ণব দাশ। ‘মাতিয়ে দেব’ শিরোনামে গানটি ইউটিউব চ্যানেলে প্রচারের পর ক্রিকেটপ্রেমীরা দারুণভাবে গ্রহণ করেছিলেন। এছাড়াও সম্প্রতি সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে গীতিকার সিদ্দিকী বাপ্পীর একটি গানেও অর্ণব দাশ কণ্ঠ দিয়েছেন।  

'অনুভব'‌‍ শিরোনামের গানে কি-বোর্ডে ছিলেন প্রিন্স, গীটার ও কম্পোজে রাহুল ভট্টাচার্য এবং রেকর্ডিং করেছে 'গডস আই প্রডাকশন'। সিদ্দিকী বাপ্পীর নির্দেশনায় গানটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন গুলশান কুমার ও দেবর্ষী চৌধুরী। গানটির সম্পাদনা করেন ফয়সাল আহমেদ শুভ। মডেল হিসেবে ছিলেন অনন্যা দাশ গুপ্তা ও রাশা।   

গানটি গত ১ অক্টোবর ‘গুনগুন এক্সপ্রেস’ নামে একটি ফেইসবুক পেইজে প্রথম মুক্তি দেওয়া হয়। 

সংগীত শিল্পী অর্ণব দাশ বলেন, 'ছোটবেলা থেকেই আমি গানবাজনার সঙ্গে সম্পৃক্ত। 'অনুভব' শিরোনামের গানটি ৪ বছর আগে তৈরি করা হলেও  নানা ব্যস্ততার কারণে গানটি মুক্তি দেওয়া যায়নি। অবশেষে গত ১ অক্টোবর গানটি মুক্তি হওয়ায় একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগছে। আশা রাখছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।'


এএফ/০১