নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২২
০৭:২০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২২
০৭:২০ পূর্বাহ্ন
সিলেট মহানগর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। অবস্থা বেগতিক দেখে মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত সোয়া ১১টার দিকে নগরের আগপাড়া এলাকার কো-অপারেটিভ মাঠে এই ঘটনা ঘটে।
হট্টগোলের পর ঘোষিত কমিটি স্থগিত ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
kalerkanthoআহতদের মধ্যে ফখরুল ইসলাম (৪০) ও মামুন খানকে (৩৮) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক তাসলিমা লস্করসহ (৪৫) মোট পাঁচজন আহত হন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কো-অপারেটিভ মাঠে সিলেট নগরের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। নতুন কমিটিতে সভাপতি পদে চারজন এবং সম্পাদক পদে পাঁচজন প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় ভোটাভুটির দাবি উঠলেও উপস্থিত নেতাদের সিদ্ধান্তে রাত সোয়া ১১টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে প্রার্থী না হলেও শফিকুল ইসলাম আলকাছকে সাধারণ সম্পাদক ঘোষণার কারণে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে সম্মেলনস্থলে চেয়ার ভাঙচুর ও দুই পক্ষ বিভক্ত হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রথমে সাধারণ সম্পাদক এবং পরে মহানগর সভাপতি, সহসভাপতিসহ শীর্ষস্থানীয় নেতারাও সম্মেলনস্থল ত্যাগ করেন। এর আগে মহানগর সভাপতি মাসুক উদ্দিন ঘোষিত কমিটি স্থগিতের ঘোষণা দেন।
তবে সম্মেলনে বিশৃঙ্খলার বিষয়টি স্বীকার করে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, ‘নিয়ম অনুযায়ী আগের কমিটির যাঁরা উপস্থিত থাকবেন, তাঁদের নিয়ে ভোট হবে। কিন্তু এখানে শুনেছি মহানগরের সাধারণ সম্পাদক আগের কমিটিকে মানেন না। তিনি ভোটে সম্মত হননি। ’
ঘোষিত কমিটি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা বেরিয়ে আসার সময় পরিস্থিতি বিবেচনায় মহানগর সভাপতি ঘোষিত কমিটি স্থগিতের ঘোষণা দেন। ’
এ বিষয়ে ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্তদের একজন ও মহানগরের সহসভাপতি বিজিত চৌধুরী বলেন, ‘আমরা মাইকে, বক্তব্যে সুন্দর সুন্দর কথা বলি, সবার চেয়ে দল বড় কিন্তু কমিটি গঠন করতে গিয়ে নিজের মানুষ খুঁজি, পকেটের মানুষ খুঁজি। ’
সাধারণ সম্পাদক জাকির হোসেন কমিটি নিয়ে গোলমালের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘যথারীতি সুষ্ঠুভাবে সম্মেলনের প্রথম ও দ্বিতীয় অধিবেশন সমাপ্ত করি। এরপর সভাপতি কমিটি ঘোষণা করেন। ’ উত্তেজনা ও ভাঙচুর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কমিটি ঘোষণা করে আসা পর্যন্ত সেখানে কোনো ঘটনা ঘটেনি। ’
মহানগর সভাপতি ঘোষিত কমিটি স্থগিত করেছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কী হয়েছে সে বিষয়ে আমি ওয়াকিফহাল নই। ’
এসই/০৩