সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৯, ২০২২
০৪:৪৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২২
০৪:৪৩ অপরাহ্ন
দেশের উত্তরাঞ্চলে (রংপুর) বৃষ্টি বেড়েছে। বৃষ্টি হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলেও (সিলেট)। রোববারও রংপুর ও সিলেটে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৫ ঘণ্টায় ঢাকা ও রাজশাহী বিভাগ ছিল বৃষ্টিহীন। চট্টগ্রাম বিভাগের মধ্যে শুধু চট্টগ্রাম ৩ মিলিমিটার, খুলনা বিভাগের মধ্যে শুধু চুয়াডাঙ্গায় ৬ মিলিমিটার, বরিশাল বিভাগে পটুয়াখালীতে ৭ ও বরিশালে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টির প্রবণতা বেশি ছিল রংপুর ও সিলেট বিভাগে। রংপুরের পঞ্চগড় ছাড়া সব জেলায়ই বৃষ্টি হয়েছে। এসময়ে সবচেয়ে বেশি ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আরএম-০২