জৈন্তাপুর প্রতিনিধি
অক্টোবর ০৯, ২০২২
০৭:৩৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২২
০৭:৩৫ পূর্বাহ্ন
ম্লান করলে রাতের আলো , পাখিরা থাকবে আরো ভাল’ এই প্রতিপাদ্য বিষয়-কে সামনে রেখে জৈন্তাপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সিলেট বনবিভাগ আয়োজিত বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন বলেন, প্রাকৃতিক পরিবেশ সিলেটের প্রাণ। পরিযায়ী পাখির আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরনস্থল সংরক্ষণে আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে। তিনি অতিথি পাখি রক্ষায় বিভিন্ন স্থানে জনসচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর আহবান জানান। সভায় দরবস্ত-হরিপুর বাজারে বন বিভাগের সহযোগিতায় একটি জনসমাবেশ করার আহবান জানানো হয়। এ সময় বিশ্ব পরিযায়ী পাখি রক্ষায় শপথ বাক্যপাঠ করান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন।
সারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদ উদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে রাখেন সিলেট বনবিভাগ গোয়াইনঘাট রাতারগুল বনবিট কর্মকর্তা আব্দুল হক, জৈন্তাপুর প্রেসক্লাব সহ-সভাপতি সেলিম আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সস্পাদক নাজমুল ইসলাম। সভায় পবিত্র কোরাআন তেলাওয়াত করেন ফরিদ আহমদ।
এসময় সারী বন বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলান।
আরকে-০১/এসই-০৩